তথ্য জানতে গিয়ে মারপিটের শিকার সাংবাদিক

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 22, 2024, 3:47 p.m.
তথ্য জানতে গিয়ে মারপিটের শিকার সাংবাদিক

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই বাজারে তথ্য জানতে গিয়ে সার ডিলারের হাতে সাংবাদিক মারপিটের শিকার হয়েছেন। এ ঘটনায় সাংকাদিক সমাজের প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে।ক্ত উপজেলায় ১৭জন সার ডিলার থাকলেও ওই সার ডিলার উপজেলা কৃষি অফিসকে নাকি ম্যানেজ করে নাটুয়ারপাড়া, সোনামুখী, চালিতাডাঙ্গাসহ উপজেলার বিভিন্ন বাজারে খুচরা ও পাইকারীভাবে একাই সার সরবরাহ করছেন দীর্ঘদিন ধরে। অন্যান্য সার ডিলারদের এ অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে এশিয়ান টেলিভিশনের কাজিপুর প্রতিনিধি সাংবাদিক রাব্বি হাসান হৃদয় ওই বাজার এলাকায় সমশের ট্রেডার্সে সার ডিলার ইউসুফ আলীর কাছে তথ্য জানতে গেলে তাকে ইউসুফ আলী গং মারধর করা হয়।এ বিষয়ে ওই সাংবাদিক জানান, ওই সার ডিলার দীর্ঘদিন ধরে নিয়মবহিঃর্ভূত ভাবে কাজিপুর উপজেলার বিভিন্ন বাজারে সার সরবরাহ করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে মেঘাই পুরাতন বাজারে ইউসুফ আলীর সারের দোকান “মেসার্স শমসের ট্রের্ডাস” এ নিউজের জন্য তথ্য ও সাক্ষাতকার নিতে গেলে ইউসুফ আলী গং আমার উপর অতর্কিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালাগালাজ করে। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দেই।


আরও পড়ুন