ভৈরবে ৪ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 21, 2024, 11:55 a.m.
ভৈরবে ৪ ছিনতাইকারী গ্রেফতার

ভৈরবে ৪ ছিনতাইকারী কে  গ্রেফতার করেছে  পুলিশ । এ সময়  তাদের কাছ থেকে ছিনতাইকৃত  ৩ লাখ  ৯২ হাজার  টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে  ছিনতাইয়ের ঘটনায়  মামলা দায়ের  করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো শহরের  চন্ডিবের গ্রামের সালাম মিয়ার  পুত্র  সোহাগ (৩৫), একই গ্রামের মিলন মিয়ার পুত্র  সাদির মিয়া (২০) ও তার ভাই সাবিবর মিয়া (২৪) এবং একই গ্রামের মনির মিয়ার পুত্র আরিয়ান।  দুপুরে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিকুল ইসলাম  তার অফিসে সংবাদ সম্মেলনে জানান, গত রোববার বিকালে ব্যবসায়ী মোক্তার হোসেন  মোটরসাইকেল যোগে ব্যাগে করে ৫ লাখ টাকা নিয়ে  ভৈরব বাজার থেকে নিজবাড়ি তুলাকান্দি যাওয়ার পথে চন্ডিবের  ব্রীজের কাছে পৌছলে ছিনতাইকারী সোহাগ মিয়া  ও অজ্ঞাত নামা আরো ৩ জনসহ ৪ জন ২ টি মোটরসাইকেল যোগে ব্যবসায়ীর গতিরোধ করে তাকে পিটিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।  


আরও পড়ুন