প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 11, 2024, 11:30 a.m.ফিলিস্তিনের গাজায় ইসরায়েল নির্বিচারে বোমা হামলা চালিয়ে ‘গণহত্যার অপরাধে’ আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলায় সমর্থন জানিয়েছে ব্রাজিল। বুধবার (১০ জানুয়ারি) ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে সমর্থন জানান দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।গাজায় গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার প্রতি সমর্থন জানালো ১৩টি দেশ। এর আগে মালয়েশিয়া, তুরস্ক, বলিভিয়া, নিকারাগুয়া, মালদ্বীপ, ভেনিজুয়েলা, নামিবিয়া, জর্ডান, মরক্কো, ইরান, বাংলাদেশ, পাকিস্তান ও সৌদি আরব এই মামলায় সমর্থন জানিয়েছে।এদিকে নেদারল্যান্ডসের দ্য হেগে আজ থেকে শুরু হচ্ছে এই মামলার গণশুনানি। আগামীকাল এই শুনানি শেষ হবে। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে শুনানির তারিখ ঘোষণা করেন আইসিজে। গাজায় ‘গণহত্যার অপরাধে’ গত মাসে এই মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week