প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 30, 2024, 12:45 p.m.তিন ম্যাচের ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টির ও দুটি টেস্ট ছিল সেই সিরিজে। তবে এই সিরিজটি দুই বোর্ডের সম্মতিতে আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে কোনো এক সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করবে সিরিজটি।এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।’ অবশ্য সিরিজটি পরে কবে হবে, তা জানানো হয়নি।বাংলাদেশ আগামী জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তান সফর করবে। পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ভারত সফরে গিয়ে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week