মুন্সিগঞ্জে মিছিল শেষে ফেরার পথে গুলি, একজন নিহত

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 4, 2024, 11:41 a.m.
মুন্সিগঞ্জে মিছিল শেষে ফেরার পথে গুলি, একজন নিহত

মুন্সিগঞ্জের বেহাকান্দি এলাকায় দুর্বৃত্তের গুলিতে ডালিম সরকার (৩০) নামের এক যুবকের ঢাকা মেডিকেলে মৃত্যু হয়েছে। বুধবার (৩রা জানুয়ারি) রাত ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ন্সিগঞ্জ সদরের নৌকা প্রার্থী এডভোকেট মৃণাল কান্তি দাসের নির্বাচনী প্রচারণার মিছিল শেষে বাসায় ফিরছিল ডালিম। রাস্তায় দুর্বৃত্তরা তাকে একা পেয়ে গুলি করে পালিয়ে যায়। এতে সে বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন