প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: July 15, 2024, 5:01 a.m.সুন্দরবন লাগোয়া মোংলা ও রামপালসহ আশপাশের উপজেলার চার শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করেছে ‘ঢাকা মেগা সিটি লায়ন্স কাব’। রোববার (১৪ জুন) এ অপারেশন কার্যক্রম শেষ করা হয়।
‘অন্ধত্ব প্রতিরোধ করুন’ স্লোগান নিয়ে গত ১৭ মে মোংলা-রামপালসহ বিভিন্ন এলাকা থেকে রোগীকে বড়দিয়া হাজী আরিফ মাদ্রাসায় বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করে ‘ঢাকা মেগা সিটি লায়ন্স কাব’। এই কার্যক্রমের মাধ্যমে চার শতাধিক রোগী চোখের ছানি অপারেশনসহ অন্যান্য চিকিৎসা সেবা পেয়েছেন।
ঢাকা মেগা সিটি লায়ন্স কাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই চক্ষুশিবিরে সুন্দরবন সংলগ্ন মোংলা, রামপাল, ফকিরহাট, মোড়েলগঞ্জ, শরণখোলা ও খুলনার বটিয়াঘাটা, দাকোপসহ আশপাশ জেলা-উপজেলা থেকে আসা রোগীদের মধ্য থেকে ছানি অপারেশনের জন্য ৫৩০ রোগী বাছাই করা হয়।
বাছাইকৃত রোগীদের ২৫ মে থেকে ১৩ জুন পর্যন্ত ঢাকায় ৩৭৩ জনকে ‘ডাস আই হাসপাতাল’ এ বিনামূল্যে অপারেশন, লেন্স সরবরাহ, ওষুধ ও সেবা দেয়া হয়। নেত্রনালী ও মাংস বৃদ্ধি অপারেশনের জন্য বাছাইকৃত অপর ১২৩ রোগীর মধ্য থেকে ৮২ রোগীকে খুলনার স্বাস্থ্যসেবা ক্লিনিকে ৩০ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অপারেশন সম্পন্ন করা হয়েছে। এ বছর মোট ৪৫৫ রোগীর অপারেশন করা হয়েছে।
২০০৯ সাল থেকে শুরু করে প্রতি বছর এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘ঢাকা মেগাসিটি লায়ন্স কাব’ চক্ষুশিবিরের আয়োজন করে আসছে। এ পর্যন্ত ৬ হাজারের বেশি রোগী অপারেশনের মাধ্যমে সুস্থতা ও অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সুন্দরবন অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ‘ঢাকা মেগা সিটি লায়ন্স কাব’। তাদের এই মানবিক সেবার প্রশংসা করছে স্থানীয়রা। স্থানীয়রা বলেন, “এই ধরনের উদ্যোগ আমাদের জীবনে নতুন আশার আলো জ্বালায়। আমরা অত্যন্ত কৃতজ্ঞ ঢাকা মেগা সিটি লায়ন্স কাবের প্রতি।”
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week