আহত পুলিশদের দেখতে সিপিএইচ-এ প্রধানমন্ত্রীর পরিদর্শন

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: July 28, 2024, 7:11 p.m.
আহত পুলিশদের দেখতে সিপিএইচ-এ প্রধানমন্ত্রীর পরিদর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (২৮ জুলাই) রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) পরিদর্শন করেছেন। কোটা সংস্কার আন্দোলন ও সাম্প্রতিক দেশব্যাপী ভাঙচুরের ঘটনায় আহত পুলিশ সদস্যদের সঙ্গে তিনি কিছু সময় কাটান এবং তাদের স্বাস্থ্য অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী আহত পুলিশ কর্মীদের দ্রুত সুস্থতার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। গুরুতর আহতদের অবস্থা দেখে এবং তাদের ওপর অমানবিক নির্যাতনের নৃশংসতা শুনে প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন এবং চোখের জল ধরে রাখার চেষ্টা করেন।

এই পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মুস্তাফা কামাল উদ্দীন, পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জমান মিয়া, সিটিটিসি কমিশনার মনিরুল ইসলাম, এবং এসবি মহাপরিচালক মো. শফিকুল ইসলাম।

ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) K.C. রেজাউল হায়দার প্রধানমন্ত্রীর কাছে আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার বিষয়টি অবহিত করেন।মন্ত্রিপরিষদ সচিব শেখ হেলাল আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের হিংসায় ৩৯ জন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। দেশের বিভিন্ন দাঙ্গায় তিন পুলিশ নিহত এবং ১,১৩১ জন আহত হন। নিহত পুলিশ সদস্যরা হলেন ইন্সপেক্টর মাসুদ পারভেজ ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক মো. মুক্তাদির, এবং নায়েক গিয়াসউদ্দিন।

এর আগে, প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল (ঢামেক) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (এনআইটিওআর) পরিদর্শন করেছিলেন।


আরও পড়ুন