ফ্ল্যাট থেকে বলিউড অভিনেত্রী নূর মালবিকা দাসের পচাগলা মরদেহ উদ্ধার

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 10, 2024, 8:10 p.m.
ফ্ল্যাট থেকে বলিউড অভিনেত্রী নূর মালবিকা দাসের পচাগলা মরদেহ উদ্ধার

বলিউড অভিনেত্রী নূর মালবিকা দাসের পচাগলা ঝুলন্ত মরদেহ তার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ। 'দ্য ট্রায়াল' ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুর পেছনে মানসিক অবসাদকে কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ৩৭ বছর বয়সী মালবিকা ডিজনি প্লাস হটস্টারের 'দ্য ট্রায়াল' সিরিজে কাজল ও যিশু সেনগুপ্তের সাথে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, মালবিকার নিজের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, যখন প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তালা ভেঙে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি, তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। মালবিকা অভিনয়ে আসার আগে কাতার এয়ারওয়েজের বিমানসেবিকা হিসেবে কাজ করতেন।

গত ৬ই জুন তার মরদেহ উদ্ধার করা হয় এবং পুলিশ তার মোবাইল ফোন, ডায়েরি ও কিছু ওষুধও উদ্ধার করেছে। মালবিকা ওই ফ্ল্যাটে তার পরিবারের সাথেই থাকতেন, কিন্তু সপ্তাহ খানেক আগে তার পরিবার গ্রামের বাড়ি চলে যায়। ঘটনার পর পরিবারের সাথে যোগাযোগ করা হলেও কেউ আসেনি, ফলে পুলিশের দায়িত্বে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। মালবিকার আকস্মিক মৃত্যু তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আরও পড়ুন