পুরান ঢাকার চকবাজারে সোলায়মান টাওয়ারে আগুন

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 20, 2024, 1:33 p.m.
পুরান ঢাকার চকবাজারে সোলায়মান টাওয়ারে আগুন

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে নয়টা পাঁচ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, সোলায়মান টাওয়ারের নিচতলার দুটি দোকানে আগুন লাগার খবর পেয়ে লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার থেকে তাদের ছয়টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি দমকল বাহিনীটি।ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৮ টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর পান তারা।৯টা ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।


আরও পড়ুন