প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Feb. 26, 2024, 2:13 p.m.মানিকগঞ্জে ভুট্টা ক্ষেতের মধ্যে লুকিয়ে এক কৃষক আফিমের চাষ করছিলেন। গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ওই কৃষককে আটক ও আফিম গাছগুলো নষ্ট করে দিয়েছে।জেলা ডিবি পুলিশের এসআই রিপন নাগ বলেন, শনিবার রাতে ওই ফসলের মাঠে অভিযান পরিচালনা করে আফিম চাষের সত্যতা পাওয়া যায়। পরে রোববার সকালে কৃষক নূরুল ইসলামকে আটক করা হয়। এরপর খেত থেকে আফিম গাছগুলো নষ্ট করা হয়েছে।তিনি জানান, অভিযানে প্রায় ৩০ হাজার আফিমের গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে অনেক গাছে ফুল ও ফল ধরেছিল। কৃষকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week