প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: June 23, 2024, 9:48 p.m.জয়পুরহাট জেলার একটি কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২৩ জুন) বিকেলে মেয়েটির বাবা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ৫৭ বছর বয়সী আজিজুল হক ফ্যান্সি নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজিজুল হক মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং জেলা শহরের বিশ্বাসপাড়ার বাসিন্দা।
পুলিশ এবং মামলার বিবৃতি অনুসারে, জেলা শহরের কওমি হাফেজিয়া গার্লস মাদ্রাসায় পড়াশুনা করা মেয়েটি মাদ্রাসার বাসিন্দা। ১৬ জুন তার বাবা ঈদ ছুটির পর তার মেয়েকে নিতে মাদ্রাসায় গিয়েছিলেন। কিন্তু মাদ্রাসার অবশিষ্ট মাসিক অর্থের কারণে আজিজুল মেয়েটিকে তার বাবার সঙ্গে দেখা করে বাড়ি যেতে দেয়নি। পরে মেয়েটি তার বাবাকে নিয়ে বাড়ি চলে যায়। এর পরের দিন ১৮ জুন বিকেলে আজিজুল মেয়েটিকে বাগানের বাড়িতে নিয়ে যায়। তারপর সে মেয়েটিকে ধর্ষণ করে এবং কাউকে না বলতে বাধ্য করে। পরে তাকে মাদ্রাসার একটি ঘরে আটকে রাখা হয়।
শনিবার (২২ জুন) মেয়েটির দুই বন্ধু মাদ্রাসায় আসে এবং সে তাদের ঘটনার কথা জানায়। তারপর তারা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে রবিবার (২৩ জুন) রাত ১১ টার দিকে তিন সহপাঠী পালিয়ে যায় এবং এক সহপাঠীর বাড়িতে আশ্রয় নেয় এবং সহপাঠীর মাকে ঘটনার কথা জানায়। এরপর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। পরে মেয়েটির বাবা একটি মামলা দায়ের করে এবং তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের আগে তিনি আজিজুল হক ফ্যান্সির সঙ্গে কথা বলেন। মাসিক বেতনের জন্য ওই ছাত্রীকে মাদ্রাসায় ধর্ষণ করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, রবিবার সকালে ওই তিন মেয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। অনেক জায়গায় খুঁজেও পাওয়া যায়নি।জয়পুরহাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আজিজুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week