এ রকম গুলির আওয়াজ জীবনে শুনিনি

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Feb. 19, 2024, 10:24 a.m.
এ রকম গুলির আওয়াজ জীবনে শুনিনি

মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের চলমান সংঘর্ষের মধ্যে আতঙ্ক কাটছে না কক্সবাজারের টেকনাফ উপজেলার কয়েকটি সীমান্তে। এসব এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে দিনে কিংবা রাতে।টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুস সালাম বলেন, ‘রাতে বন্ধ থাকলে আবার সকালে থেকে শুরু হয় গোলাগুলি। কয়েক দিন ধরে সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। এখন সকালে মোরগের আওয়াজ শুনে ঘুম থেকে উঠতে হয় না। মিয়ানমারে গুলির শব্দে ঘুম ভেঙে যায়।শাহপরীর দ্বীপে বসবাসকারী কালা মিয়া বলেন, ‘আমি ৭০ বছর বয়সের মধ্যে মিয়ানমারের অনেক যুদ্ধ দেখছি এবং শুনেছি। এরকম গৃহযুদ্ধ দেখি নাই, তাদের গুলির শব্দে বাড়ি ঘর থরথর করে কেঁপে ওঠে। ভয়ংকর গুলির আওয়াজ জীবনে শুনি নাই আমার জীবনে। এ রকম শব্দ শুনতে থাকলে অসুস্থ হয়ে যাব আমাদের মতো বৃদ্ধ বয়সের মানুষ।সার্বিক বিষয়ে জানতে চাইলে টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, আজ (রোববার) গোলাগুলির শব্দ পাওয়া গেছে, তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সীমান্ত এলাকা হওয়াতে মানুষের মনে একটু ভয় কাজ করে। এটা স্বাভাবিক বিষয়। তিনি আরও বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সবসময় প্রস্তুত আছে।


আরও পড়ুন