মেসি না খেলায় টিকিটের টাকা ফেরত পাবে হংকংয়ের দর্শকরা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 20, 2024, 2:41 p.m.
মেসি না খেলায় টিকিটের টাকা ফেরত পাবে হংকংয়ের দর্শকরা

আর্জেন্টাইন জাদুকরের খেলা দেখতে উচ্চমূল্যে টিকিট কিনেছিলেন সমর্থকরা। ৮৮০ হংকং ডলার থেকে শুরু করে আরও উচ্চ মূল্যের টিকেট ক্রয় করেছিল তারা। মেসি না খেলায় আয়োজক টেটলার এশিয়ার ওপর অসন্তুষ্ট হয় হংকং সরকার। আয়োজকদের এ ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেয় স্থানীয় সরকার। শেষ পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে বিক্রিত টিকিটের অর্ধেক মূল্য ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়েছেয়াচলতি বছরের ফেব্রুয়ারিতে প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে হংকংয়ে একটি ম্যাচ খেলে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। হংকং একাদশের বিপক্ষে খেলার কথা ছিল মেসির। তবে হ্যামট্রিং ইনজুরির কারণে মাঠে নাম হয়নি আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের।  মেসির খেলা দেখতেই হংকং একাদশের বিপক্ষে ম্যাচের টিকিট কিনেছিল হংকংয়ের সমর্থকরা। মেসি না খেলায় হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন সমর্থকরা। আয়োজক টালটার এশিয়া জানিয়েছে, যারা এই ম্যাচের জন্য অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে টিকিট ক্রয় করেছে তাদেরকে ৫০ শতাংশ অর্থ ফেরত দেয়া হবে।


আরও পড়ুন