জারা গাজা যুদ্ধকে ‘উপহাস’ বয়কটের মুখে ক্ষমা চাইল

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 14, 2023, 11:34 a.m.

 জারা গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞে ভুক্তভোগীদের উপহাস করার যে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, সেটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছে তারা। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য

সম্প্রতি জারার আতেলিয়ের সিরিজের অংশ হিসেবে ‘দ্য জ্যাকেট’ নামে বিজ্ঞাপনচিত্রে মডেল হন ক্রিস্টেন ম্যাকমেনামি। ঐ বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, ম্যাকমেনামির কাঁধে সাদা পলিথিনে মোড়ানো একটি ম্যানিকিন, যা দেখতে অনেকটা কাফনে মোড়ানো মরদেহের মতো। তার আশপাশে থাকা অন্য ম্যানিকিনগুলোর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নেই।


আরও পড়ুন