১০ শিক্ষার্থীকে সাইকেল উপহার বাল্যবিবাহ বন্ধের পর লেখাপড়া চালিয়ে যাওয়া

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 9, 2023, 11:28 p.m.
১০ শিক্ষার্থীকে সাইকেল উপহার বাল্যবিবাহ বন্ধের পর লেখাপড়া চালিয়ে যাওয়া

 একজন মুঠোফোনে  বাল্যবিবাহের কথা জানিয়ে সহযোগিতা চেয়েছিল। আবার কারও বন্ধু বাল্যবিবাহ হচ্ছে জানতে পেরে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তাদের। কেউ ফোন দিয়েছে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকদের। তারপর স্থানীয় প্রশাসক ও মহিলাবিষয়ক কর্মকর্তাদের হস্তক্ষেপে তাদের বাল্যবিবাহ বন্ধ হয়েছে। বাল্যবিবাহ বন্ধ হওয়ার পর তারা আবার ফিরে গেছে বিদ্যালয়ে। এমন ১০ জন শিক্ষার্থীকে তালা উপজেলা প্রশাসন ও  মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সাইকেল উপহার দিয়েছেন।  

‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ প্রতিপাদ্যে শনিবার সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এমন ১০ ছাত্রীকে এ সাইকেল উপহার দেওয়া হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


আরও পড়ুন