মেরে ফেলা হলো বিশ্বের সবচেয়ে বড় সাপটি

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 31, 2024, 12:32 p.m.
মেরে ফেলা হলো বিশ্বের সবচেয়ে বড় সাপটি

সাপটির নাম নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। বিজ্ঞানীদের মতে, এটিই এখন পর্যন্ত সব থেকে বড় ও সব থেকে বেশি ওজনের সাপ। অ্যামাজনের ঘন জঙ্গলে সাপটির সন্ধান মেলে গত মাসে। কয়েক সপ্তাহের মধ্যেই সেই সাপটিকে গুলি করে হত্যা করেছে শিকারিরা। লম্বায় ২৬ ফুট, ওজন ৪৪০ পাউন্ড।গত মাসে দেখা মেলে বিশ্বের সবচেয়ে বড় সাপের! ভয়াবহ, দৈত্যকায়।তিনি আরো জানান, সাপগুলোর আকার ছিল অবিশ্বাস্য। একটি স্ত্রী সাপ ৬ দশমিক ৩ মিটার বা ২০ দশমিক ৭ ফুট লম্বা ছিল। যুক্তরাজ্যের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম অনুসারে, গ্রিন অ্যানাকোন্ডা হলো বিশ্বের সবচেয়ে ভারী সাপ। এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভারী সাপের ওজন ২২৭ কেজি বা ৫০০ পাউন্ড।ফেব্রুয়ারি মাসেই বিজ্ঞানীরা জানিয়েছিলেন, গ্রিন অ্যানাকোন্ডা সাপটিকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে। তাদের সেই আশঙ্কা সত্যিই প্রমাণিত হয়েছে।


আরও পড়ুন