বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাতে পুলিশ

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 14, 2023, 12:26 a.m.
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাতে পুলিশ

খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানিয়েছে দলটির প্রেস উইং। আগামীকাল বৃহস্পতিবার ওই কার্যালয় থেকে কাউকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে যেতে পুলিশ বারণ করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টা ৪০ মিনিটে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের ১৫ সদস্যের একটি দল ওই কার্যালয়ে গিয়ে তল্লাশি চালায়। প্রায় ১৫ মিনিট অবস্থান করে পুলিশ সদস্যরা কার্যালয়ের বিভিন্ন কক্ষের ভিডিওধারণ করেন। এ সময় পুলিশ কর্মকর্তারা বলেন, আগামীকাল সকালে কেউ এই কার্যালয়ে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে আগামীকাল বুদ্ধিজীবী দিবস । 


আরও পড়ুন