উখিয়া ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 21, 2023, 12:46 p.m.
উখিয়া ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল্লাহ নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আমিনের ছেলে।

মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি শামীম হোসেন বলেন, ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, আজ ভোরে সন্ত্রাসীরা ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে আব্দুল্লাহকে ঘর থেকে অস্ত্রের মুখে বের করে আনেন। পরে রাস্তায় নিয়ে তারা আব্দুল্লাহকে গুলি করে হত্যা করেন।

 

 


আরও পড়ুন