প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 27, 2024, 4:22 p.m.গত ৮ জানুয়ারি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১১২ কোটি ডলার পরিশোধের পর দেশে রিজার্ভ কমে দাঁড়িয়ে ছিলো ৩২ দশমিক ৫৭ বিলিয়ন বা ৩ হাজার ২৫৭ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মানদণ্ড অনুযায়ী, বর্তমান রিজার্ভ থেকে আরও ৮ দশমিক ৪০ বিলিয়ন ডলার বাদ যাবে। এতে ব্যবহারযোগ্য রিজার্ভ দাঁড়াবে ২৪ বিলিয়ন ডলারের ঘরে। আইএমএফের মানদণ্ড অনুসারে, কেন্দ্রীয় ব্যাংককে অবশ্যই রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে শ্রীলঙ্কাকে দেওয়া ঋণ এবং রিজার্ভ থেকে দেশীয় প্রকল্পে অর্থায়নের ব্যয় বাদ দিতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক আইএমএফ ও নিজস্ব গণনা পদ্ধতি দু’টিই অনুসরণ করছে।সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আলোচ্য সপ্তাহে বড় ধরনের কোনো বৈদেশিক দায় পরিশোধ করা হয়নি। এ সময়ে মূলত ছোট আমদানি খরচ এবং বিদেশি ঋণের কিস্তি শোধ করা হয়েছে। ফলে রিজার্ভ কিছুটা কমেছে।২০২১ সালের আগস্টে রিজার্ভ দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার ছাড়ায়। পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়ে যায়। ফলে আমদানি ব্যয় বৃদ্ধি পায়। এতে দেশে ডলার সংকট তৈরি হয়। সেটা মেটাতে রিজার্ভ থেকে তা বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।করোনার পরিস্থিতির উন্নতি হলে দেশে আমদানির চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। এতে কেন্দ্রীয় ব্যাংকে দেখা দেয় ডলার সঙ্কট। লাগাম টানতে এলসি বা ঋণপত্র খোলার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তারপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার আইএমএফ ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চায়। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে সেই ঋণের প্রথম কিস্তি পাওয়া যেতে পারে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week