নামাজ পড়ার সময় পুলিশের লাথি, সেই পুলিশকে বহিস্কার

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 12, 2024, 12:30 p.m.
নামাজ পড়ার সময় পুলিশের লাথি, সেই পুলিশকে বহিস্কার

দিল্লির এক রাস্তায় বসে নমাজ পড়ছিলেন অনেকে। সে সময় কয়েকজন পুলিশকর্মী এসে তাঁদের সেখান থেকে উঠিয়ে দেন। অভিযোগ, এক পুলিশ আধিকারিক লাথি মেরে কয়েকজনকে সরানোর চেষ্টা করেন। মুহুর্তের মধ‍্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপরই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। সাসপেন্ড করে দেওয়া হয় অভিযুক্ত সাব- ইন্সপেক্টরকে।অতিরিক্ত ভিড়ের কারণে মসজিদের মধ‍্যে নমাজ পড়ার জায়গা পাননি অনেকে। তাই রাস্তায় বসেই প্রার্থনা শুরু করেছিলেন তাঁরা।ভিডিওতে দেখা গিয়েছে, একজন পুলিশ আধিকারিক এসে প্রার্থনা বসা একজনকে লাথি মারেন। একজনের মুখেও ঘুষি মারেন। এইভাবে বেশ কয়েকজনকে তিনি আঘাত করেন। ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। অভিযুক্ত অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে।


আরও পড়ুন