ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আটক

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Aug. 7, 2024, 2:28 a.m.
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আটক
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাঁকে আটক করা হয়।

 

এখনো জানা যায়নি কেন পলক বিমানবন্দরে উপস্থিত ছিলেন, তবে কিছু সূত্র অনুযায়ী, তিনি ভারতের রাজধানী দিল্লিতে পালিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বিমানবন্দরের কর্মীরা তাঁকে আটক করার পর কিছুক্ষণ পর অফিসাররা এসে তাঁকে গ্রেপ্তার করেন। সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) এ তথ্য নিশ্চিত করেছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর পলককে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন তা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছিল।

 

এরই মধ্যে, গতরাতে নাটোরের সিংড়ায় পলকের বাড়িতে হামলা চালানো হয়। সন্ধ্যায় তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বাড়িতে হামলা হয়।

 

পলক সাম্প্রতিক হিংসা ও ইন্টারনেট বন্ধের বিষয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছেন।


আরও পড়ুন