৩০ বছর ধরে রোজাদারদের বিনা টাকায় যে সেবা দিচ্ছেন মাহতাব

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 30, 2024, 6:36 p.m.
৩০ বছর ধরে রোজাদারদের বিনা টাকায় যে সেবা দিচ্ছেন মাহতাব

রমজান মাস এলেই এমন সুরে রোজাদারদের মধ্যে মিসওয়াক বিলি করেন নাটোরের বাগাতিপাড়ার মাহাতাব উদ্দিন। বয়স ৬০ বছর। তার বাড়ি উপজেলার চকমহাপুর গ্রামে। তিনি পেশায় একজন দিনমজুর। আগে কৃষি খামারে প্রহরীর চাকরি করতেন। সম্প্রতি বাগাতিপাড়ার তমালতলা বাজারে মিসওয়াক বিতরণের সময় দেখা হয় তার সঙ্গে। অবসরপ্রাপ্ত শিক্ষক বছির উদ্দিন জানান, প্রত্যেক বছরই তাকে রমজান মাসে মিসওয়াক বিলি করতে দেখা যায়। তবে কারো কাছ থেকে তিনি টাকা নেন না।মাহাতাব উদ্দিন মনে করেন, কেউ হুকুম করার আগেই যদি তার মিসওয়াকটা হাতের কাছে এনে দেওয়া যেত, তাহলে লোকটি বোধ হয় আরও খুশি হবেন। সেই ভাবনা থেকেই শুরু। এরপর আড়াই যুগ ধরে রমজান মাসে মিসওয়াকের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান নাটোর-রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন হাটে-বাজারে, মসজিদের সামনে। আর বিতরণ করেন বিনামূল্যে এসব মিসওয়াক। এতেই তার আনন্দ। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনই তার লক্ষ্য।


আরও পড়ুন