অফিসে না পাওয়ায় কর্মকর্তাকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 8, 2024, 8:18 p.m.
অফিসে না পাওয়ায় কর্মকর্তাকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

আকষ্মিক পরিদর্শনে কর্মস্থলে না পাওয়ায় সিলেটের জৈন্তাপুর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন ডা. সামন্ত লাল সেন। সিলেট সফরে এসেই জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান মন্ত্রী।পরিদর্শন শেষে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুব একটা ভালো না। জনবল সংকট, ভবন সংস্কারও প্রয়োজন। সেখানে ডাক্তারদের উপস্থিতি কম থাকায় তাদেরকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এখনকার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে না পাওয়ায় তাকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।জানা যায়, দুই দিনের সরকারি সফরে বুধবার (৬ মার্চ) সকালে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান স্বাস্থ্য মন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডসহ কর্মরত চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি মানুষের মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।এদিকে, হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী সম্প্রতি সড়ক দুঘর্টনায় ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাংচুরসহ সংগঠিত অপ্রীতিকর ঘটনার স্থান ও আবাসিক এলাকা পরিদর্শন গেলে সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ড দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি সাইনবোর্ডগুলো সরানোর নির্দেশ দেন।


আরও পড়ুন