কয়েক ঘণ্টার বৃষ্টিতে অচল ঢাকার সড়ক-অলিগলি

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: July 12, 2024, 1:10 p.m.
কয়েক ঘণ্টার বৃষ্টিতে অচল ঢাকার সড়ক-অলিগলি

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল ঢাকার সড়ক অলিগলি। রাজধানীর অধিকাংশ এলাকায় হাঁটু-কোমর পানি জমেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেশিরভাগ মানুষ বাসা থেকে বের হননি। তবে চাকরির পরীক্ষার্থী, দিনমজুর এবং জরুরি প্রয়োজনে যারা বের হয়েছিলেন, তাদের হাঁটু-কোমর পানি পাড়ি দিয়েই গন্তব্যে যেতে হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) ভোর থেকে শুরু হওয়া মুষলধারার বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোড, মিরপুর, ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, মালিবাগ-মগবাজার, বসুন্ধরা আবাসিক এলাকা, বাংলামোটর, বাড্ডা, আজিমপুর এলাকার সড়কে কোমর পানি জমে গেছে।

ধানমন্ডি ২৭, গ্রিন রোড, মিরপুর ও মগবাজার এলাকার প্রধান সড়কসহ প্রায় সব অলিগলিতে হাঁটু সমান, কোথাও কোথাও কোমর সমান পানি জমেছে। এতে পথচারীরা দুর্ভোগে পড়েছেন, এবং প্রাইভেটকার ও সিএনজির ইঞ্জিনে পানি ঢুকে রাস্তার মাঝে আটকে থাকতে দেখা গেছে। জলাবদ্ধতার কারণে সড়কে গাড়ির ধীর গতির কারণে যানজট সৃষ্টি হয়েছে।

অনেকটা পানির সঙ্গে যুদ্ধ করেই সকাল পার করতে হয়েছে রাজধানীবাসীকে। কোথাও কোথাও রিকশা ও ভ্যান চালু হয়েছে সড়ক পারাপার করতে, মানুষও বাধ্য হয়ে এসব বাহনে বেশি ভাড়া দিয়ে পারাপার হচ্ছেন। টানা বৃষ্টিতে অনেক দোকান ও মার্কেটে পানি ঢুকে গেছে। নিউমার্কেটের নিচতলার বেশ কিছু দোকানে পানি ওঠার খবর পাওয়া গেছে।

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের দুর্ভোগ চরমে উঠেছে। সকালের বৃষ্টিতে যানবাহনের স্বল্পতায় বিপাকে পড়তে হয়েছে, এবং এখন পরীক্ষা শেষে জলাবদ্ধতার মধ্য দিয়ে বের হতে হবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারা দেশে আজ আরও বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে।


আরও পড়ুন