ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 1, 2024, 12:18 a.m.
ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প

পর্ন অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এই রায়কে 'অন্যায্য' আখ্যা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসনকে দোষারোপ করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার সমর্থকরা অনলাইনে দাঙ্গার আহ্বান জানাচ্ছেন। কয়েক সপ্তাহের শুনানির পর ৩০ মে, নিউইয়র্ক আদালতের ১১ সদস্যের জুরি বোর্ড ট্রাম্পকে তথ্য গোপনের উদ্দেশ্যে ব্যবসায়িক নথিতে জালিয়াতি করার দায়ে দোষী সাব্যস্ত করেছে।

স্টর্মি ড্যানিয়েলস নামে পর্ন সিনেমার এক অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাকে মোটা অঙ্কের ঘুষ দেন ট্রাম্প। এছাড়া এই অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ আছে, যদিও ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ার থেকে প্রতিক্রিয়ায় ট্রাম্প বাইডেন ও তার সরকারকে এই রায়ের জন্য দোষারোপ করে বলেন, 'এটি বাইডেন ও তার লোকেরা করেছে।'

এই রায়ের পর ট্রাম্পের সমর্থকরা অনলাইনে দাঙ্গা-হাঙ্গামার আহ্বান জানাচ্ছেন বলে জানা গেছে। অন্তত তিনটি ওয়েবসাইটে এ ধরনের আহ্বান দেখা গেছে, যেগুলি ট্রাম্পপন্থী হিসেবে পরিচিত: ট্রুথ সোশ্যাল, প্যাট্রিয়টস ডট উইন এবং গেটওয়ে পান্ডিট। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সমর্থকরা মামলার বিচারক ও বিচারপতি জুয়ান মার্চানের ওপর হামলার পাশাপাশি গৃহযুদ্ধের আহ্বান জানাচ্ছেন।

 
 

আরও পড়ুন