সিলেটে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনকে মামলা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 27, 2023, 12:47 a.m.
সিলেটে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনকে মামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগাঁও নতুন বাজারের পাশ থেকে ইজারা বহির্ভূত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের ও এ তিনজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।  সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, কালাইরাগ-নতুন বাজারের আশপাশ এলাকা থেকে রাতের আঁধারে অবৈধভাবে ফেলুডারের মাধ্যমে ট্রাক্টর লোড করে বালু বিক্রি করছে একটি চক্র। ফলে বৃষ্টির সময় পানিতে এ এলাকার ঘর-বাড়ি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।  কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে পাঁচজনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আরও পড়ুন