জাহাজের ধাক্কায় সেতু ভেঙে নিহত ৬

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 27, 2024, 11:04 a.m.
জাহাজের ধাক্কায় সেতু ভেঙে নিহত ৬

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোর শহরে কন্টেনারবাহী জাহাজের সঙ্গে ধাক্কায় সেতু ভেঙে পড়েছে নদীতে। এ ঘটনায় ছয় জন শ্রমিকের মৃত্যু হয়েছে। যে জাহাজের ধাক্কায় সেতুটি ভেঙেছে, সেটি সিঙ্গাপুরের পতাকাবাহী একটা কন্টেনারবাহী জাহাজ। জাহাজে ২২ জন কর্মী ছিলেন। সকলেই ভারতীয়। সব কর্মীই নিরাপদে আছেন।মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, তারা নিখোঁজদের উদ্ধার করার জন্য অপারেশন বন্ধ করেছে। ধরে নেয়া হচ্ছে, ছয়জন আর বেঁচে নেই। এই ছয় শ্রমিক সেতুর উপরে সারাইয়ের কাজ করছিলেন।মার্কিন পরিবহন সচিব জানিয়েছেন, এই সেতুটি ছিল বাল্টিমোরের অন্যতম প্রতীক। আমেরিকার উন্নত পরিকাঠামোর একটা নিদর্শন। এটা তাই কোনো সাধারণ সেতু ছিল না।বাল্টিমোর হলো আমেরিকার অন্যতম ব্যস্ত বন্দর এবং এই বন্দর দিয়ে গাড়ি প্রস্তুতকারকরা তাদের গাড়ি অন্যত্র পাঠান।


আরও পড়ুন