সঠিক প্রজননে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 13, 2024, 10:24 p.m.
সঠিক প্রজননে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা

মা মাছের প্রজনন নির্বিঘ্ন করতে মৌসুম ধরে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি হচ্ছে সাগরে। ২০ মে থেকে শুরু হবে মাছ ধরার উপর এই নিষেধাজ্ঞা।মৎস্য অধিদপ্তর বলছে ,সাগরে মাছের সঠিক প্রজনন ,উৎপাদন ,সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষন এবং মৎস্য আহরনের জন্য এই নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার সময় মৎস্য আহরনে বিরত থাকা মৎস্যজীবিদের সহায়তা হিসেবে বিজিএফ চাল দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদিরুজ্জামান ।

অন্যদিকে জেলেরা জানান, গত এপ্রিল মাসজুড়ে গভীর সাগরে জাল ফেললেও মিলছে না সামুদ্রিক মাছ।যার ফলে সাগর থেকে ফিরতে হচ্ছে শূণ্য ট্রলার নিয়ে।তীব্র দাবদাহ সে সাথে বৃষ্টি না হওয়াতে সাগরে মাছ না পেয়ে হতাশ কক্সবাজারের উপকূলীয় জেলেরা। তাই এর মধ্যে নিষেধাজ্ঞা জারি করায় দুশ্চিন্তায় তারা।

প্রতিবছর এই সময় সাগরে ডিম ছাড়ে মাছ। সামুদ্রিক মৎস্য সম্পদ বাড়াতে গত কয়েক বছর ধরে সরকারী ভাবে এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।


আরও পড়ুন