রমজানে কিছু অসাধু ব্যবসায়ী লোভী হয়ে উঠে

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 6, 2024, 10:42 a.m.
রমজানে কিছু অসাধু ব্যবসায়ী লোভী হয়ে উঠে

রমজান মাস এলেই কিছু অসাধু ব্যবসায়ী সংযমের পরিবর্তে লোভী হয়ে উঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রমজানে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।তিনি বলেন, ঈদ সামনে এলে জাল মুদ্রার সরবরাহও বেড়ে যায়। সেদিকে নজরদারি বাড়াতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‌্যাব।বুধবার (৬ মার্চ) কুর্মিটোলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদরদপ্তরে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন