প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 12, 2024, 2:45 p.m.বর্তমানে দেশের দুই-তৃতীয়াংশের বেশি ব্যাংক দুর্বল। রেড জোনের ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। ইয়েলো জোনের ব্যাংকগুলো দুর্বল। সেগুলো মধ্যবর্তী অবস্থায় রয়েছে। আর গ্রিন জোনের ব্যাংকগুলো ভালো। ৫৪টি ব্যাংকের মধ্যে ১২টির অবস্থা অত্যন্ত নাজুক। এর মধ্যে ৯টি ইতোমধ্যে রেড জোনে চলে গেছে। ইয়েলো জোনে আছে ২৯টি ব্যাংক। যার মধ্যে ৩টি রেড জোনের খুব কাছাকাছি রয়েছে। মাত্র ১৬টি ব্যাংক গ্রিন জোনে আছে। এর মধ্যে ৮টিই বিদেশি। অর্থাৎ গ্রিন জোনে রয়েছে মাত্র ৮টি দেশি ব্যাংক।দেশের ৫৪টি ব্যাংকের আর্থিক অবস্থা বিশ্লেষণ করে এই তালিকা করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক গোপন প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week