ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্র লীগ নেতার পদত্যাগ ও বিভিন্ন হলে বিক্ষোভ

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: July 15, 2024, 5:50 a.m.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্র লীগ নেতার পদত্যাগ ও বিভিন্ন হলে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেছেন ছাত্র লীগের তিন নেতা। তাদের মধ্যে ছিলেন গণযোগাযোগ ও উন্নয়ন সচিব মাসুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উপ-সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম, স্বাধীনতা যুদ্ধ ও গবেষণা বিভাগের উপ-সম্পাদক রাতুল আহমেদ ওরফে শরবন ও আইন অনুষদের গ্রন্থাগারিক আশিকুর রহমান ওরফে জিম। তিনি রাত ১১টা পর্যন্ত অবসরের ঘোষণা করেন।

এছাড়াও, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভকারীদের অপমান করা হয়েছে বলে দাবি করে বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাতে বিভিন্ন হলে মিছিল করছে। রবিবার রাতে হলপাড়া নামেও পরিচিত কবি জসিমউদ্দিন হলের মাঠ এলাকায় মিছিল করে। শিক্ষার্থীদের হলগুলিতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

একদল শিক্ষার্থী প্রতিবাদের অংশ হিসাবে রাতে টিএসসির রাজু ভাস্কর্য থেকে একটি টর্চলাইট প্রোগ্রামের আহ্বান জানিয়েছে। তাঁদের মধ্যে একজন বলেন, আবাসিক হলের সামনে হল ইউনিটের ছাত্র লীগের শীর্ষ পদাধিকারীরা শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দিতে বাধা দিচ্ছেন। কিন্তু তাতে কাজ হবে না। ছাত্ররা হলঘরে জড়ো হয়। শিক্ষার্থীরা দরজা ভেঙে হল থেকে বেরিয়ে আসতে পারে।

'অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট "-এর সমন্বয়কারী রিফাত রশিদ অভিযোগ করেন, তাদের এক সমন্বয়কারী আসিফ মাহমুদ ছাত্র লীগের নেতা-কর্মীদের আটকের খবর পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে বিজয় একাত্তর হলের গেটে যান। তাঁকে আক্রমণ করা হয়।

 


আরও পড়ুন