ইফতারির সময় ৪ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 21, 2024, 6:43 p.m.
ইফতারির সময় ৪ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিংগারডাক গ্রামে এ সংঘর্ষ হয়।এ সময় উত্তেজিত জনতা মুনসুরাবাদ বাজারের ৮-১০টি দোকান ভাঙচুর ও লুটপাট করেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও মনসুরাবাদ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়ক কিছু সময়ের জন্য যানবাহন বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা মুনসুরাবাদ বাজারে ঢুকে দোকানপাট ভাঙচুরসহ মালামাল লুট করে। 


আরও পড়ুন