প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 24, 2024, 1:49 a.m.বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনা কলকাতার নিউটাউনে ঘটে, যেখানে তার মরদেহ টুকরো টুকরো করে ভাঙ্গরের কৃষ্ণ মাটিতে ফেলে দেয়া হয় বলে ক্যাব চালকের স্বীকারোক্তি পাওয়া গেছে। সিআইডি ইতিমধ্যে সেখানে তল্লাশি শুরু করেছে। এর আগে, জিহাদ হাওলাদার নামের এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়, যাকে দুই মাস আগে এমপি আনারকে হত্যার জন্য কলকাতায় আনা হয়েছিল। হত্যাকাণ্ডের সময় আরও চার বাংলাদেশী ওই ফ্ল্যাটে উপস্থিত ছিল এবং খুনের পর মরদেহ টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলা হয়।
এমপি আনারের হত্যাকাণ্ডের তদন্তে ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যৌথভাবে কাজ করছে। ঢাকায় ভারতীয় পুলিশের একটি দল এসে ডিএমপি সদর দফতরে বৈঠক করেছে এবং শিগগিরই বাংলাদেশি গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধি দল কলকাতায় যাবে।
প্রাথমিক তদন্তে জানা যায়, এমপি আনার ১২ মে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান। ১৩ মে কৌশলে তাকে নিউটাউনের ফ্ল্যাটে ডেকে নিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তার মরদেহ থেকে হাড় ও মাংস আলাদা করে কয়েকটি ট্রলিব্যাগে করে সরিয়ে ফেলা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসারসহ চার ভারতীয় পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদান হয়েছে। ঘটনাটি নিয়ে আরো তদন্ত চলছে এবং এই মামলায় আরও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week