চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় কাঁচা মরিচের দাম ২৫-৩০ টাকা কমেছে

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: July 10, 2024, 8:46 p.m.
চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় কাঁচা মরিচের দাম ২৫-৩০ টাকা কমেছে

চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে কমেছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজিতে কমেছে ২৫ থেকে ৩০ টাকা।

সোমবার (৮ জুলাই) বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ ১৫০ টাকা থেকে ১৫৫ টাকা দরে পাইকারি বিক্রি হলেও মঙ্গলবারে (৯ জুলাই) তা কমে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর আগে রোববার (৭ জুলাই) পাইকারিতে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল কাঁচা মরিচ। আমদানি করা কাঁচামরিচের দাম কমায় খুশি বন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকাররা।

হিলি স্থলবন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকার ছিদ্দিক বলেন, "প্রতিবছর এ সময় অতিরিক্ত বন্যা ও খরার কারণে কাঁচা মরিচ আবাদের ক্ষতি হয়। এতে ব্যাহত হয় উৎপাদন। ফলে দেশের বাজারে পণ্যটির সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। দাম বেড়ে ২০০ টাকা কেজি ছাড়িয়ে যায়। চাহিদা থাকায় হিলি স্থলবন্দর এসেছি কাঁচা মরিচ কিনতে। প্রতিদিন ১-২ গাড়ি করে কিনে পাবনাসহ দেশের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি।"

তিনি আরও বলেন, "চলতি সপ্তাহের প্রথম থেকেই কাঁচা মরিচের আমদানি যেমন বাড়ছে তেমনি দাম কমতির দিকে। বর্তমানে দাম ১২০ থেকে ১৩০ টাকায় নেমেছে। সোমবারও কাঁচা মরিচ ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। দাম কমায় আমাদের বেশ সুবিধা হয়েছে, পুঁজি কম লাগছে। তেমনি মানুষও কম দামে খেতে পারছে।"

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক সাহাবুল ইসলাম জানান, দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় পণ্যটির সরবরাহ কমে গিয়েছিল। ফলে দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল। দাম লাগালের মধ্যে রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। এরপর থেকেই দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। ভারত থেকে আমদানির পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচা মরিচ উঠতে শুরু করায় দাম কমতির দিকে।"

তিনি আরও জানান, "আমদানি করা কাঁচা মরিচ ১০০ টাকার মধ্যেই ছিল। তবে সম্প্রতি হয়ে যাওয়া অতিবৃষ্টি আর বন্যায় কিছুটা বাড়তি চাপে ছিলাম। এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় দাম কমছে।"a


আরও পড়ুন