প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Dec. 22, 2023, 9:27 a.m.ডিজিটাল সিস্টেম উদ্বোধন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বৃহস্পতিবার বিকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ থেকে আব্দুল গনি রোডের ডিএমপি কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলে তিনি ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন করেন।
রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘাত-সহিংসতার দিন পুলিশের ওয়্যারলেসে বিভিন্ন নির্দেশনার বেশ কিছু রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে সাধারণ মহলের পাশাপাশি পুলিশের ভেতরেও তোলপাড় শুরু হয়। এমন স্পর্শকাতর তথ্য কীভাবে ফাঁস হলো তা নিয়েও শুরু হয় অনুসন্ধান।তিনি বলেন, এখন থেকে সব বেতারযন্ত্র ডিজিটাল হওয়ার কারণে এ সিস্টেমে কেউ ইন্টারসেকশন করতে পারবে না। কোনো সেট ব্যবহারকারী বা কোনো কর্মকর্তা এ সেটের মাধ্যমে তথ্য ফাঁস করলে তা এই সিস্টেমে ধরা পড়ে যাবে। এ সময় ওয়্যারলেস ব্যবহারকারী ও সব কর্মকর্তাকে সচেষ্টভাবে এ প্রযুক্তি ব্যবহার করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার।উদ্বোধনকালে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কিছু বেতারযন্ত্র অ্যানালগ ও কিছু বেতারযন্ত্র ডিজিটাল ছিল। অ্যানালগ থাকার কারণে কিছু তথ্য অন্য কারোর হাতে চলে যেত। বিষয়টি নজরে এলে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week