বিজয়ের দিনে বাংলাদেশের মেয়েদের জয়

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 18, 2023, 12:57 a.m.
বিজয়ের দিনে বাংলাদেশের মেয়েদের  জয়

বাংলাদেশের মেয়েরা আরেকটি বিজয় ছিনিয়ে নিয়ে আসলো।
আফ্রিকায় ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়া নারীদের রীতিমত উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বাফেলো পার্ক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুনের ১০০ বলে অপরাজিত ৯১ রানে ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ পুঁজির রেকর্ড গড়েছিল বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে স্কোরবোর্ডে ২৫০ রান তোলে টাইগ্রেসরা। ব্যাট করতে নামা দলের পাঁচ ব্যাটারের রানই দুই অঙ্ক ছুঁয়েছে এদিন।

বিজয়ের এমন দিনেই ঐতিহাসিক এক বিজয় উপহার দিল বাংলাদেশের মেয়েরা।দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের মেয়েদের প্রথম ওয়ানডে জয়। এ ছাড়া দুই দলের ওডিআই মুখোমুখিতে বাংলাদেশ সর্বশেষ জয় পেয়েছিল ২০১৭ সালে কক্সবাজারে।


আরও পড়ুন