মারা গেল পাকিস্তানি সংগীতশিল্পী হানিয়া আসলাম

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Aug. 13, 2024, 4:22 a.m.
মারা গেল পাকিস্তানি সংগীতশিল্পী হানিয়া আসলাম

পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী হানিয়া আসলাম সম্প্রতি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। কোক স্টুডিও পাকিস্তানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা হানিয়া আসলামের গান উপমহাদেশের সংগীতপ্রিয় মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিল।

 

গতকাল রোববার (১১ আগস্ট) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। এই দুঃখজনক ঘটনায় পাকিস্তানের সংগীত জগতসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হানিয়ার মৃত্যুর খবর পাকিস্তানের একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে এবং দেশটির সংস্কৃতি অঙ্গনের মানুষরা—চলচ্চিত্র, সংগীত ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ—তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

হানিয়া আসলাম করাচিতে জন্মগ্রহণ করেন এবং তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘আই রে’, ‘চুপ’, ‘লাইলি জান’, ‘কেয়া খায়াল হ্যায়’ এবং ‘ম্যায় ইরাদা’। এছাড়া, তিনি বিভিন্ন সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। তার গানগুলি তার অসাধারণ প্রতিভার প্রমাণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।


আরও পড়ুন