এবারের মেলায়ও একাধিক তারকার বই প্রকাশ হতে যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও সঙ্গীতশিল্পী। সব মিলিয়ে প্রায় এক ডজন তারকার বই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবছরই একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াতের নতুন বই প্রকাশিত হয়ে থাকে। এবার প্রকাশিত হবে তার নতুন উপন্যাস ‘অপমান’। প্রকাশ করবে প্রিয় বাংলা প্রকাশন। আবুল হায়াত বলেন, লেখালেখির সাথে অনেকদিন ধরেই যুক্ত। কখনো কলাম, কখনো নাটক, কখনো গল্প লিখি। এবার লিখেছি উপন্যাস। আশা করছি, পাঠকদের ভালো লাগবে।অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের লেখা ‘পূর্ণতা’ উপন্যাসটি প্রকাশ হয়েছিল কয়েকবছর আগে। বইটির মুদ্রণ শেষ হয়ে যায়। এবার নতুন প্রচ্ছদে, নতুন মুদ্রণ নিয়ে বইটি মেলায় আসছে। প্রকাশ করবে শব্দশিল্প। মিম বলেন, ‘পূর্ণতা’ বেশ কয়েকবছর আগে প্রকাশিত হয়েছিল। পাঠকরা দারুণভাবে গ্রহণ করেছেন । এবার নতুনভাবে বইটি আসছে জেনে অনেক আনন্দিত। অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিথ হবে ক্লোজআপ খ্যাত সঙ্গীতশিল্পী পুতুলের উপন্যাস ‘কালো গোলাপ বৃত্তান্ত’। পুতুল বলেন, এটি আমার লেখা ষষ্ঠ উপন্যাস। আমি খুবই আনন্দিত যে, মেলার প্রথম দিন থেকেই পাঠকরা এটি পাবেন। প্রতি বছরের মতো এবারও নিয়ম করে মেলায় উপস্থিত থাকব, পাঠকদের মুখোমুখি হবো।অভিনেত্রী ফারজানা ছবি’র প্রথম উপন্যাস ‘জলছবি’ প্রকাশিত হবে। ছবি বলেন, আমার প্রথম উপন্যাস প্রকাশিত হচ্ছে। অনেক ভালোলাগা কাজ করছে। আশা করছি, নতুন বই নিয়ে পাঠকের সাথে দেখা হবে, কথা হবে। পাঠকরা ভালোভাবে গ্রহণ করলেই আমার পরিশ্রম সার্থক হবে। অভিনেত্রী আশনা হাবীব ভাবনার উপন্যাস প্রকাশ করছে মিজান পাবলিশার্স। বইটির নাম ‘কাজের মেয়ে’। ভাবনা বলেন, লেখালেখি করতে ভালো লাগে। কাজের মেয়ে উপন্যাসটি পাঠকপ্রিয়তা পাবে বলে আশা করছি। নাট্য ও চলচ্চিত্র পরিচালক অরণ্য আনোয়ারের নতুন উপন্যাস প্রকাশিত হবে। এটি প্রকাশ করবে মিজান পাবলিশার্স। অন্যদিকে, পরিচালক অরুণ চৌধুরীর নতুন উপন্যাস ‘ছায়াবন্দি মায়া’ মেলার প্রথমদিন থেকেই পাওয়া যাবে অনন্যায়।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week