‘আলিবাবা চাবি' দিয়ে চুরি করেছে ২০০ মোটরসাইকেল

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Feb. 12, 2024, 6:22 p.m.
‘আলিবাবা চাবি' দিয়ে চুরি করেছে ২০০ মোটরসাইকেল

দুইশ মোটরসাইকেল সাইকেল চুরির সঙ্গে জড়িত দুই সহোদরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ বলছে, একটি চাবি দিয়ে তারা দিনের পর দিন এই চুরি করে আসছিল।গ্রেপ্তাররা হলেন- মো. রিপন মাতাব্বর (৪২) ও তার ছোট ভাই মো. বাদল মাতাব্বর (৩৮)।শনিবার ঢাকা মহানগর এলাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান।তিনি বলেন, যে ‘মাস্টার চাবি’ দিয়ে দুই ভাই বাইক চুরি করত, সেটার নাম তারা দিয়েছিল ‘আলিবাবা’।দুই ভাইয়ের এই চক্র ঢাকার ভাটারা, বাড্ডা, গুলশান, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, টিএসসি চত্বর, নগর ভবন, গুলিস্থান, ধানমন্ডি লেক, উত্তরা, যাত্রাবাড়ী, কদমতলীসহ বিভিন্ন স্থান থেকে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে আসছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা।হারুন অর রশীদ বলেন, “কোনো একটি মোটরসাইকেল টার্গেট করে সেটির মালিকের গতিবিধি লক্ষ্য করত তারা। তারপর মালিক বাইকটি রেখে কোথাও গেলে ২৫ থেকে ৩০ সেন্ডেকের মধ্যে সেই মাস্টার চাবি আলিবাবা দিয়ে তারা বাইকের ঘাড় লক ভেঙে বাইক চালু করে ওই জায়গা থেকে সরে যেত।“


আরও পড়ুন