বৃন্দাবন দাসের কাছে চঞ্চলের ঋণ কতটা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 8, 2023, 1:06 a.m.
বৃন্দাবন দাসের কাছে চঞ্চলের ঋণ কতটা

 যা বললেন চঞ্চল,বৃন্দাবন দাসের কাছে চঞ্চলের ঋণ কতটা এ প্রশ্ন শুনে, প্রায় দেড় যুগের সম্পর্ক।কখনো বড় ভাই, কখনো বন্ধুর মতো চঞ্চল চৌধুরীর পাশে থেকেছেন বৃন্দাবন দাস।অভিভাবক মেনেছেন চঞ্চল তাঁকে।পেশাগত জায়গা থেকে সম্পর্কটা ব্যক্তিগতে পৌঁছেছে।পেটের ভাত হজম হয়নি চঞ্চলের,বৃন্দাবন দাসের সঙ্গে আড্ডা না হলে।বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩৬০ দিন তাঁদের দেখা হয়েছে,এমনও সময় গিয়েছে।সেই প্রিয় মানুষের জন্মদিন আজ।তাঁকে নিয়ে চঞ্চল ফেসবুকে লিখেছেন, ‘আমার আপনার চেয়ে আপন যে জন।’ কীভাবে তাঁরা এতটা আপন হলেন?তখন ‘দ্য নিউ সবুজ অপেরা’ নাটকের শুটিং চলছিল।বৃন্দাবন দাস সেই নাটক লিখেছিলেন।সেখানে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পান আরণ্যক নাট্যদলের তরুণ কর্মী চঞ্চল।তখন চিনতেন না বৃন্দাবন দাস কে? শুধু জানতেন অভিনীত নাটকের চিত্রনাট্যকার বৃন্দাবন দাস।


আরও পড়ুন