প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Feb. 13, 2024, 2:58 p.m.রাজধানীর বাড্ডা থেকে গুলশানের দিকে যাওয়ার পথে ২০৪ বোতল বিদেশি মদসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোরে তাকে উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে র্যাব কর্মকর্তা মো. পারভেজ রানা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডায় অভিযান চালিয়ে ২০৪ বোতল বিদেশি মদসহ আলমগীর গাইন নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এসব মদ নিয়ে বাড্ডা থেকে গুলশানের দিকে যাচ্ছিলেন।’গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পারভেজ রানা বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিদেশি মদ সংগ্রহ করে ঢাকার আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিলেন আলমগীর।’
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week