প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Feb. 11, 2024, 4:46 p.m.শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে কয়েকজন আওয়ামী লীগ নেতা ও ভুক্তভোগীর স্বজনরা এমন অভিযোগ করেছেন। কারাবন্দি এনামুল হক মনি রাজশাহীর চারঘাট উপজেলার মোহননগর এলাকার মৃত তজিম উদ্দীনের ছেলে। ২০১২ সালের ২৩শে অক্টোবর গ্রেপ্তার হন তিনি। এরপর থেকে তিনি কারাবন্দি। মনি বর্তমানে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন- চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আওয়ামী লীগ নেতা মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য খৈয়বর আলী, ভুক্তভোগীর ভাই মো. সোনমুল হক, চাচাতো ভাই ফজলুল হক ও দুলাভাই ইয়ানুস আলী। এরপর প্রায় এক যুগ ধরে বিনাদোষে কারাগারে মানবেতর জীবন অতিবাহিত করছেন। শুধু নামের আংশিক মিল থাকায় পুলিশের দেয়া অভিযোগপত্রে তাকে অভিযুক্ত করা হয়েছে। পরবর্তীতে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৯ সালের ২২শে মার্চ উভয় এনামুলকেই যাজ্জীবন সাজা প্রদান করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে এনামুল হক মনিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে দ্রুত তাকে মুক্তি দেয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।তিনি এজাহারভুক্ত আসামি না হয়েও এবং অন্য আসামিদের জবানবন্দিতে সুনির্দিষ্টভাবে তার নাম-পরিচয় ও ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়া গেলেও ২০১২ সাল থেকে তিনি সাজাভোগ করছেন। এনামুল হক মনি জনৈক আবু ইছা ওরফে এনামুলের সঙ্গে নামের আংশিক মিলে (অপরাধের সঙ্গে ন্যূনতম জড়িত থাকার প্রমাণ না থাকা সত্ত্বেও) জেএমবি’র মামলায় ২০১২ সালের ২৩শে অক্টোবর র্যাব’র হাতে গ্রেপ্তার হন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week