প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 15, 2024, 6:03 p.m.এ আর রহমানের গাড়ি থামিয়ে তাকে গান শোনালেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে রাতে। এই ঘটনার ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।ভিডিওতে দেখা যায়, বিদেশের এক রাস্তায় রাতের বেলা গাড়ির সামনের সিটে বসে ছিলেন এ আর রহমান। এক নারী গিটার হাতে এসে তাকে থামিয়ে গান শোনান।তরুণীর গাওয়া গানটি ছিল এ আর রহমানেরই। সেটি ১৯৯৭ সালে তার ‘মা তুঝে সালাম’ অ্যালবামের। গায়কের অনুমতি নিয়েই গিটার বাজিয়ে ‘বন্দেমাতরম’ গানটি গেয়েছেন ওই বিদেশিনি। যদিও ভিডিওটি কোন দেশ কিংবা কোন স্থানের তা জানা যায়নি।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week