প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Dec. 27, 2023, 12:10 a.m.চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে ২৩টি সোনার বারসহ দুজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৫৮-বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় দর্শনা-জীবননগর সড়কের উথলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। জব্দ সোনার বাজার মূল্য ৪ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৮৫৪ টাকা।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনা পাচার হচ্ছে- এমন খবরের ভিত্তিতে দুপুরে উথলী এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় সন্দেহ হওয়ায় একটি ইজিবাইক আটক করা হয়। আটক ইজিবাইকে দুজন উথলী থেকে সীমান্তের দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি তল্লাশি করে ২৩টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ১৯৭.৯৭ গ্রাম এবং দাম প্রায় ৪ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৫৪ টাকা।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week