এবারের আইপিএল আসরের অধিনায়ক যারা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 8, 2024, 4:17 p.m.
এবারের আইপিএল  আসরের অধিনায়ক যারা

২২ মার্চ ব্যাটে-বলে ধুন্ধুমার লড়াই শুরু হচ্ছে৷ প্রথম ম্যাচে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আইপিএল। তার আগে জানা যাক কোন দলের অধিনায়কত্বে কে থাকছেন।আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব রয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷চেন্নাইয়ের মতো আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স।  রোহিত শর্মা আর অধিনায়ক থাকছেন না৷ চলতি আসরে দলটির অধিনায়ক হিসেবে দেখা যাবে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ৷ চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে থাকবেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার শ্রেয়ার্স আয়ার৷চলতি আসরে এইডেন মার্করামের পরিবর্তের সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে দিবেন প্যাট কামিন্স। গুজরাট টাইটান্সদলটির নেতৃত্বে থাকবেন শুভমান গিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটির অধিনায়কত্বে ছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসিস। চলতি আসরেও তাঁর প্রতিই আস্থা রাখতে যাচ্ছে বেঙ্গালুরু ম্যানেজমেন্ট৷ দিল্লি ক্যাপিটালস অধিনায়কত্বের দায়িত্বে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে ৷ পাঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ ১৫ জন খেলোয়াড় অধিনায়কত্ব করেছেন৷ সর্বশেষ মায়াঙ্ক আগারওয়ালকে সরিয়ে দলটির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানকে৷ চলতি আসরেও তাঁর নেতৃত্বে মাঠের ক্রিকেটে লড়বে পাঞ্জাব কিংস৷ সঞ্জু স্যামসনে এসে থিতু হয়েছে রাজস্থান। গত আসরের মতো চলতি আসরেও তাঁরই নেতৃত্বে খেলবে রাজস্থান রয়্যালস৷লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ওপেনার লোকেশ রাহুল৷ চলতি আসরেও রাহুলের উপরই ভরসা রাখতে যাচ্ছে লক্ষ্ণৌ ম্যানেজমেন্ট ৷


আরও পড়ুন