প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Dec. 18, 2023, 10:11 p.m.সোমবার অধিবেশন চালাকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় হট্টোগোল করার অভিযোগে কংগ্রেস, তৃণমূলসহ বিরোধী দলের ৭৮ সাংসদ সদস্যকে বহিষ্কার করেন স্পিকার ওম বিড়লা।লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে পার্লামেন্ট থেকে একদিনে বিরোধী দলগুলোর ৭৮ সাংসদকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃতরা কেউ শীতকালীন অধিবেশন চলাকালে পার্লামেন্টে প্রবেশ করতে পারবেন না।১৩ ডিসেম্বর ভারতের লোকসভায় অধিবেশন চলাকালে হঠাৎ দুই ব্যক্তি ক্যানিস্টার বোমার বিস্ফোরণ ঘটান।
এ ঘটনায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
ওই দিন একসঙ্গে ১৪ জনকে বহিষ্কার করেন স্পিকার। চলতি শীতকালীন অধিবেশনে সব মিলিয়ে বহিষ্কৃত হলেন ৯২ জন। যা দেশটির ইতিহাসে বিরল ঘটনা।
গণবহিষ্কারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে সরব হয়েছেন লোকসভায় বিরোধী দল নেতা অধীর চৌধুরীও।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week