প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 7, 2024, 9:42 a.m.দেশব্যাপী অগ্নিঝুঁকি, অগ্নিনিরাপত্তা, কর্তব্যে গাফিলতি ও জননিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের উচ্চ পর্যায় থেকে অভিযান চালানোর নির্দেশ দেয়া হয়েছে। এই অভিযান আরও চলবে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বেইলি রোডের অগ্নিকাণ্ডের পর পুলিশ ও রাজউক কর্তৃপক্ষ নড়েচড়ে বসছেন। তারা ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও সিলগালা করছেন। রাজধানীর বেইলি রোড, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় রাজউকের টিম কাজ করছেন।বেইলি রোডের অগ্নিকাণ্ডের পর গত ৩ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত শুধু রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮৭২ জনকে আটক করা হয়েছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week