রশিদ খানের মনে এখনও ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসের তিক্ততা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 1, 2024, 12:09 a.m.
রশিদ খানের মনে এখনও ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসের তিক্ততা

২৯২ রানের টার্গেট দাঁড় করিয়েছিল আফগানিস্তান। রান তাড়ায় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। সেই ম্যাচটি যে অস্ট্রেলিয়া জিতবে, তা কেউ কখনও ভেবেছিল? "খোড়া পা" নিয়ে ভারত বিশ্বকাপে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। যা এখনও তাড়িয়ে বেড়ায় রশিদ খানকে।

কোণঠাসা অস্ট্রেলিয়ার হাল ধরেন ম্যাক্সওয়েল। ২০১ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৯ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এদিন ১২৮ বল মোকাবিলায় ২১ চার ও ১০ ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান ম্যাক্সওয়েল। বিশ্বকাপ ইতিহাসে সেটিই সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি। দানবীয় ওই ইনিংস খেলার সময় চোটে ভুগছিলেন ম্যাক্সওয়েল।

যে কারণে সুযোগ থাকলেও সিঙ্গেল-ডাবলস এড়িয়ে যাচ্ছিলেন তিনি। ওই ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া, তারা হারলে সুযোগ ছিল আফগানিস্তানের সামনে। ওই ম্যাচের কথা তো চাইলেও ভোলা যায় না। রশিদ খানও পারছেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইসিসিকে রশিদ বলেন, "এখনও ওই ম্যাচের কথা ভাবলে সারা শরীর কেঁপে ওঠে। ঘুমাতে যাওয়ার আগে ওই ম্যাচটার চিন্তা বারবার মনে আসে। যদি ওটা জিততাম, তাহলে হয়তো আমরাও সেমিফাইনালে যেতাম। অনেক কিছু শিখেছি ওইদিন থেকে।"

এবারের বিশ্বকাপে রশিদের দল আফগানিস্তান আছে "সি" গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। ৩ জুন উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে তারা।


আরও পড়ুন