প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: July 11, 2024, 6:54 p.m.কোটাবিরোধী আন্দোলনকারীদের অবরোধের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানিয়ে বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৫টায় মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া মিছিলটি রোকেয়া হল হয়ে এখন রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে। মিছিলে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও অন্যান্য নেতাকর্মীরা।
মিছিলে সাদ্দাম হোসেন বলেন, আন্দোলনকারীদের দাবির প্রতি শ্রদ্ধাশীল হলেও, অবরোধ করে দাবি আদায়ের পদ্ধতিকে সমর্থন করে না ছাত্রলীগ। তিনি মন্তব্য করেন, "আন্দোলন আন্দোলন খেলায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। কারও কোনো কথা থাকলে তা আদালতে বিস্তারিত বলা যাবে। সেখান থেকেই আসবে বিষয়টির যৌক্তিক সমাধান।"
মিছিলে ছাত্রলীগ নেতারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের জন্য আহ্বান জানান। তারা বলেছেন, তারা সরকারের সাথে আলোচনার মাধ্যমে কোটা সংস্কারের একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে চায়।
এই মিছিলের মাধ্যমে ছাত্রলীগ তাদের অবস্থান স্পষ্ট করে জনসম্মুখে তুলে ধরেছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান। তবে, আগামীতে পরিস্থিতি কী হবে তা এখনও অনিশ্চিত।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week