প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 19, 2024, 9:34 p.m.ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুলিশের তিন সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের মামলায় মা ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের প্রয়াত ফজলুল হকের স্ত্রী বেদেনা আক্তার (৫৯), তার দুই ছেলে হারুন মিয়া (৪৪) ও মো. নাঈম (২৫)।বেদেনাকে গ্রেপ্তার করা হলে, তার দুই ছেলে হারুন ও নাঈম দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এএসআই ইসমাঈল হোসেন ও গোলাম রসুলকে কুপিয়ে আসামিকে নিয়ে পালিয়ে যান।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week